ভি ওয়াশ এর কাজ কি | ভি ওয়াশ ব্যবহারের নিয়ম | ভি ওয়াশ এর দাম কত | V Wash
V wash ভি ওয়াশ কেন ব্যবহার করা হয়

আজকে আমরা আলোচনা করবো ভি ওয়াশ কেন ব্যাবহার করা হয়? ভি ওয়াশ এর কাজ কি, ভি ওয়াশ এর দাম কত এবং ওয়াশ এর উপকারিতা। এছাড়াও ভি ওয়াশ ব্যবহার করার নিয়মসহ ভি ওয়াশ নিয়ে সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো।

ভি ওয়াশ এর কাজ কি
গোপন অঙ্গ পরিষ্কার করার ক্রিম এটি। এই ক্রিম ব্যবহার করলে চুলকানি হয় না।
ছত্রাক সংক্রমণ থেকে সুরক্ষা পাওয়া যায়। গোপন জায়গায় গন্ধ দুর করে।
কালো দাগ কমে যায়। পরিষ্কার থাকে।
ভি ওয়াশ ব্যবহারের নিয়ম
ভি-ওয়াশ V Wash প্লাস প্রতিদিন গোসলের সময়,
প্রতিবার প্রস্রাবের পর, প্রতিবার দৈহিক মিলনের পর ব্যবহার করা যায়।
এমন কি এটা মাসিকের সময় এবং গর্ভাবস্থায়ও ব্যবহার করা যায়।
ভি-ওয়াশ প্লাস কি?
ভি-ওয়াশ প্লাস ল্যাকটিক এসিড সমৃদ্ধ লিকুইড ওয়াশ যা নারীদের গোপনীয় স্থান পরিস্কার করতে ব্যবহৃত হয়।
একে ভ্যাজাইনাল ওয়াশ, ইনটিমেট ওয়াশ বা ফেমিনাইন ওয়াশও বলা হয়।
ভি ওয়াশ এর দাম
লিকুইড ভি ওয়াশ দাম ২০০ থেকে ৩০০ টাকার মতো। এটি দারাজ সহ অনলাইন সপ গুলোতে পাওয়া যায়। এছাড়াও ফার্মেসি ও পাওয়া যায়।
ভি ওয়াস প্লাস এর উপকারিতা
ভি ওয়াশ ব্যবহার করলে চুলকানি,
জ্বালাতন করা কিংবা সংক্রামক রোগ ইনফেকশন হয় না।।
এছাড়াও গোপন অঙ্গ গন্ধ দুর করে। ছত্রাক সংক্রমণের হাত থেকে রক্ষা পাওয়া যায়।
ভি ওয়াশ নিয়ে আপনার কোন প্রশ্ন থাকলে আমাদের কে কমেন্ট করে জানাতে পারেন। আমরা যথা চেষ্টা করি প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার।
আরো পড়ুনঃ মিনিকন পিল কেন খাওয়া হয়
আরো পড়ুনঃ মোটা হওয়ার ঔষধ
আরও পড়ুনঃ হিমালয় নিম ফেসওয়াস এর কাজ কি